এক খরস্রোত বয়ে গেছে,
আমার সোমনাথ, বিশ্বনাথে লেগে আছে
রক্ত আর পলি মাটির প্রলেপ,
আমার নালন্দা, বিক্রমশীলা ধরে আছে
ক্রুরতার বক্ষভাঙা গাছপাথর!
আমার সোমনাথ, বিশ্বনাথে লেগে আছে
রক্ত আর পলি মাটির প্রলেপ,
আমার নালন্দা, বিক্রমশীলা ধরে আছে
ক্রুরতার বক্ষভাঙা গাছপাথর!
আমাকে তুমি প্রশ্ন কর,
আমি ভন্ডদের ইতিহাসে বোদ্ধা কি না,
আমাকে তুমি জানাতে চাও
লুটেরা মরু বেদুঈনের সভ্যতার কথা,
আমাকে প্রশ্ন কর আমি অসভ্যের শ্রেষ্ঠত্ব মানি কি না,
আমাকে তুমি এতটাই ভেবেছ আহম্মক!
আমি ভন্ডদের ইতিহাসে বোদ্ধা কি না,
আমাকে তুমি জানাতে চাও
লুটেরা মরু বেদুঈনের সভ্যতার কথা,
আমাকে প্রশ্ন কর আমি অসভ্যের শ্রেষ্ঠত্ব মানি কি না,
আমাকে তুমি এতটাই ভেবেছ আহম্মক!
আমাকে শেখাতে এসেছ তুমি বৈশ্বিক প্রেম,
আমাকে শেখাতে এলে গর্দভের দর্শন সন্ধর্ভ,
আমাকে দিতে এলে শান্তির বাতাস,
দেখো সে বাতাসের ক্ষত আজও আর্য্যাবর্ত
তার রোমকূপে তাড়িয়ে বেড়ায়!
আমাকে শেখাতে এলে গর্দভের দর্শন সন্ধর্ভ,
আমাকে দিতে এলে শান্তির বাতাস,
দেখো সে বাতাসের ক্ষত আজও আর্য্যাবর্ত
তার রোমকূপে তাড়িয়ে বেড়ায়!
এ ভূমি বুদ্ধের, এ ভূমি মহাবীর, নানক, চৈতন্যের
আমাকে কি শান্তি ধারে আনতে হবে বিদেশ ঘুরে?
সে শান্তি বিলাতে হবে সশস্ত্র পাড়ায় পাড়ায়
নইলে এ দুনিয়া জাহান্নামে যাবে?
আমাকে কি শান্তি ধারে আনতে হবে বিদেশ ঘুরে?
সে শান্তি বিলাতে হবে সশস্ত্র পাড়ায় পাড়ায়
নইলে এ দুনিয়া জাহান্নামে যাবে?
আমাকে এতটাই বেওকুফ ভাবো?
যে জ্ঞানের সূচনা হয় 'ভয় কর' বলে
সে জ্ঞানে পশু পোষা সুবিধাজনক!
যে জ্ঞানের সূচনা হয় 'ভয় কর' বলে
সে জ্ঞানে পশু পোষা সুবিধাজনক!
কবিতাটি ১৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০২/০৫/২০১৭, ১৯:০৬ মি:
প্রকাশের সময়:০২/০৫/২০১৭, ১৯:০৬ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন