বেঁচে আছি ডাক্তার,
আপাতত হার্টে স্টোনটাই ব্যথা,
গলব্লাডারেও কিচ্ছু নেই-
অস্তিত্বের অনিত্যতা ছাড়া!

আমি সুস্থ আছি।

নেফ্রোলজিস্ট দেখিয়ে এলুম,
কিডনির ফাঁকে নস্টালজিয়া জমে গেছে,
শত রেচনেও আটকে থাকে সব!
এক প্রস্ত অস্বস্তির দাওয়াই দিলে, 
বললে মাথায় মৃত্যুর খাঁড়া-
পড়তে দেরী আছে,
এক্ষুণি মরা তো অসম্ভব!

কতটা দুর্ভাগ্য বলুন?