"তুমিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু শিরদাঁড়ায়।"
এই কথাটা লিখতে যদি আঁতেলবাজীর গুণ ছাড়াই,
লিখতে যদি সবার তরে, লবি ছেড়ে রাজনীতির
তবে সালাম তোমায় নওল কবি, এই বাংলা সংস্কৃতির-
জাত বাঁচতো, এ জাত কারো জাত মেপে কি পা বাড়ায়?
পিঠ বাঁচানো কথা যাদের, তবে তারাই বাঁচুক শিরদাঁড়ায়!

বলছিলাম কি,

তুমিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু এক কথায়-
মানুষ হয়ে কাঁদতে পারি সব মানুষের সব ব্যথায়?