অনেক ভেবেচিন্তেও আমি কোন মানবাধিকারের ঠিকাদার হতে পারিনি।
কুদ্দুসেরা ভেবেছে হরিপদরা মানুষ নয়, মগেরা ভাবে অ-মগেরা অমানুষ,
অথচ অনেক পদহীন, শ্বাপদ, চতুষ্পদেরাও আমাদের ভাবেনি স্বগোত্রের;
এমতাবস্থায় বল, আমি কোন কোন সত্যের কাছে স্ববিরোধী হব?
কুদ্দুসেরা ভেবেছে হরিপদরা মানুষ নয়, মগেরা ভাবে অ-মগেরা অমানুষ,
অথচ অনেক পদহীন, শ্বাপদ, চতুষ্পদেরাও আমাদের ভাবেনি স্বগোত্রের;
এমতাবস্থায় বল, আমি কোন কোন সত্যের কাছে স্ববিরোধী হব?
দলে দলে বিভাজ্য ক্লেশাবহ দুনিয়ার মাণচিত্রের কাছে স্থাণুবৎ, বাকহীন
হেঁজিপেঁজি বিশ্বমানব, আর কত ন্যাকাপনায় অক্ষম দ্রোহ কবিত্বের ভানে
ভাঁড়ামোর পায়ে হবে বদ্ধকৃতাঞ্জলি, আর কতবার কাপুরুষত্বের সংজ্ঞা হব?
হেঁজিপেঁজি বিশ্বমানব, আর কত ন্যাকাপনায় অক্ষম দ্রোহ কবিত্বের ভানে
ভাঁড়ামোর পায়ে হবে বদ্ধকৃতাঞ্জলি, আর কতবার কাপুরুষত্বের সংজ্ঞা হব?
[অনেক সাহস জমিয়েও কেন যেন আমি পিছিয়ে আসি, কি ভাটার টানে
পাড় ডিঙানি ঢেউ, আমি ফিরে ফিরে মরি, কি অমরত্ব দু'দিন বাঁচার দানে
তা এখনো আমারই অজানা! আর কতদিন আমি এমন অজ্ঞাত র'ব?
পাড় ডিঙানি ঢেউ, আমি ফিরে ফিরে মরি, কি অমরত্ব দু'দিন বাঁচার দানে
তা এখনো আমারই অজানা! আর কতদিন আমি এমন অজ্ঞাত র'ব?
আমি জানি?]
কবিতাটি ১২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:২৯/০৮/২০১৭, ১৮:০০ মি:
প্রকাশের সময়:২৯/০৮/২০১৭, ১৮:০০ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন