প্রবারণার প্রদীপ জ্বালি, আজকে কোজাগরী,
লক্ষ্মী হয়ে এলে গো তাই ফানুস হয়ে উড়ি!
লক্ষ্মী হয়ে এলে গো তাই ফানুস হয়ে উড়ি!
আজ আকাশের আলোর মেলায় প্রাণের পরশ ঢেলে
আঁধার ঘরে আলতা পায়ে পূবের বায়ে এলে।
আঁধার ঘরে আলতা পায়ে পূবের বায়ে এলে।
শিঞ্জন শুনি নিদ্রালুতায়, (তোমার) শোণিতবরণ শাড়ী-
দেখি চৌকাঠ ফেলে ধীরলয়ে আসে, প্রেমে প্রলয়ঙ্করী।
দেখি চৌকাঠ ফেলে ধীরলয়ে আসে, প্রেমে প্রলয়ঙ্করী।
রুদ্ধ বুকের কঠিন কবাট, তুমি দরজায় দিলে হানা,
মনের বেদীতে স্বাগত হে দেবী, এটুক মন্ত্র জানা-
মনের বেদীতে স্বাগত হে দেবী, এটুক মন্ত্র জানা-
আমি জানি তুমি তুষ্ট তাতেই, তাই দিয়ে বাঁধো ঘর।
তোমায় পেয়েছি, এটুকু স্বার্থে (আমি) প্রবল স্বার্থপর!
তোমায় পেয়েছি, এটুকু স্বার্থে (আমি) প্রবল স্বার্থপর!
ওষ্ঠ অধরে চিবুকে চিকুরে দিবারাত আমি পুড়ি,
আমি তো হয়েছি মানুষের মত, তুমি কেন ঈশ্বরী?
কবিতাটি ২২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০৫/১০/২০১৭, ১৮:৩১ মি:
আমি তো হয়েছি মানুষের মত, তুমি কেন ঈশ্বরী?
কবিতাটি ২২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০৫/১০/২০১৭, ১৮:৩১ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন