নিখিলনিরয়জ্বালা নিশীথনিবিড়
নিদয় বিধির বিধি বধির অধীর!
              প্রিয়ে,
প্রবোধ প্রগলভতা প্রখর প্রকট
কমলপরশ সুখ, কঠিন কপট!

তুমি আমি এ ভুবনে ত্রিভুবন ছাড়া,
ধানমন্ডি লেকের পাড়ে প্রারম্ভের কড়া

আজও দরজায় নড়ে!
         প্রিয়ে,
মাঝেমাঝে আমারও যে
    খুব মনে পরে!
    বড় মনে পরে!

__________________
১৬ই আগস্ট। রাত ১:২৩। খড়গপুর জংশন।