নিখিলনিরয়জ্বালা নিশীথনিবিড়
নিদয় বিধির বিধি বধির অধীর!
প্রিয়ে,
প্রবোধ প্রগলভতা প্রখর প্রকট
কমলপরশ সুখ, কঠিন কপট!
নিদয় বিধির বিধি বধির অধীর!
প্রিয়ে,
প্রবোধ প্রগলভতা প্রখর প্রকট
কমলপরশ সুখ, কঠিন কপট!
তুমি আমি এ ভুবনে ত্রিভুবন ছাড়া,
ধানমন্ডি লেকের পাড়ে প্রারম্ভের কড়া
ধানমন্ডি লেকের পাড়ে প্রারম্ভের কড়া
আজও দরজায় নড়ে!
প্রিয়ে,
মাঝেমাঝে আমারও যে
খুব মনে পরে!
বড় মনে পরে!
প্রিয়ে,
মাঝেমাঝে আমারও যে
খুব মনে পরে!
বড় মনে পরে!
__________________
১৬ই আগস্ট। রাত ১:২৩। খড়গপুর জংশন।
১৬ই আগস্ট। রাত ১:২৩। খড়গপুর জংশন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন