যদিও ভাঙা ভেন্টিলেটরে বোনা চড়ুইয়ে বাসা হয়ে
একটা সুপরিমিত আয়ুষ্কাল কবিতায় বড় সম্ভব।
কিন্তু তবুও যে অনেক অনেক বেশী 'কিন্তু' এসে যায়-
Hunger defines us and above all earthily animosities
বলে দেয় চড়ুইয়ের যে বেঁচে থাকা তাদের পাখায়,
যেখানে- মানুষ যেখানে বাঁচে আদমের পাপে,
হাওয়ার গর্ভে বাঁচে আশা-নিরাশায়!
একটা সুপরিমিত আয়ুষ্কাল কবিতায় বড় সম্ভব।
কিন্তু তবুও যে অনেক অনেক বেশী 'কিন্তু' এসে যায়-
Hunger defines us and above all earthily animosities
বলে দেয় চড়ুইয়ের যে বেঁচে থাকা তাদের পাখায়,
যেখানে- মানুষ যেখানে বাঁচে আদমের পাপে,
হাওয়ার গর্ভে বাঁচে আশা-নিরাশায়!
Even a brute possesses a heart,
But not worthy to beget a poem!
What brings differences between men and snakes?
Poems are failed to hide venom and blame-
We equally share!
তবুও অনেক মানুষ সাজার বাক্যে মনুষ্যত্ব ভারী,
আমাদের ইতিহাস -সুলভ মূল্যবোধে বেচা নরনারী
আছে বিকিয়ে দেয়ার-
হাটে সুবস্ত্রাচ্ছাদিত হয়ে মুখোশের পিছে!
সবাই তলিয়ে যায়, ধীরে ধীরে, অতি ধীরে
মানুষের চেহারা ধরে পশুদের নীচে!
But not worthy to beget a poem!
What brings differences between men and snakes?
Poems are failed to hide venom and blame-
We equally share!
তবুও অনেক মানুষ সাজার বাক্যে মনুষ্যত্ব ভারী,
আমাদের ইতিহাস -সুলভ মূল্যবোধে বেচা নরনারী
আছে বিকিয়ে দেয়ার-
হাটে সুবস্ত্রাচ্ছাদিত হয়ে মুখোশের পিছে!
সবাই তলিয়ে যায়, ধীরে ধীরে, অতি ধীরে
মানুষের চেহারা ধরে পশুদের নীচে!
Where devils dare to live, yet there,
I seek sovereignty of thousand years,
A poetry cottage and a moonlit sky
Inestimable dreams and constant tears-
বেদনার অববাহিকা হোক অযাচিত জন্মের যন্ত্রণা বয়ে,
চড়ুইয়েরা সুখে আছে, তারা যেন সুখী হয় মানুষ না হয়ে!
I seek sovereignty of thousand years,
A poetry cottage and a moonlit sky
Inestimable dreams and constant tears-
বেদনার অববাহিকা হোক অযাচিত জন্মের যন্ত্রণা বয়ে,
চড়ুইয়েরা সুখে আছে, তারা যেন সুখী হয় মানুষ না হয়ে!
কবিতাটি ১২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:২৯/০১/২০১৭, ১২:৫৫ মি:
প্রকাশের সময়:২৯/০১/২০১৭, ১২:৫৫ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন