অপয়া মেঘ সে বৃষ্টি না ঝরিয়ে গেল বুকের বাঁ'পাশে
সরোদে মল্লার কাঁদে, সান্ধ্য বাতাস, ভরা বোশেখের দিন,
তোমার চুলের ঘ্রাণ এলোমেলো ভাসে
রিক্ত প্রবাস, আর আমি তুমিহীন!
সরোদে মল্লার কাঁদে, সান্ধ্য বাতাস, ভরা বোশেখের দিন,
তোমার চুলের ঘ্রাণ এলোমেলো ভাসে
রিক্ত প্রবাস, আর আমি তুমিহীন!
কত যে অতল বিলাপ গেছে কবিতায় থেমে,
ধ্রুবলোক থেকে আমার বাড়ির ছাদে একাকিনী নেমে
কত যে সুরলহরী গেলো তোমার দিশায়।
বঁধুয়া, তাদের কি দেখেছ তুমি তোমার আকাশে
কোন একাকীত্বের রাতে আঁধারের ছায়?
ধ্রুবলোক থেকে আমার বাড়ির ছাদে একাকিনী নেমে
কত যে সুরলহরী গেলো তোমার দিশায়।
বঁধুয়া, তাদের কি দেখেছ তুমি তোমার আকাশে
কোন একাকীত্বের রাতে আঁধারের ছায়?
আমায় জানিয়ো।
কবিতাটি ১৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:১৪/০৫/২০১৭, ১৮:৪৪ মি:
প্রকাশের সময়:১৪/০৫/২০১৭, ১৮:৪৪ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন