আমার নিখোঁজ হবার খবর পেলাম,
খুঁজে পেলে ফিরিয়ে দিন।
পৌষের আকাশের শেষ নিশুথি ঘরে
দরজার কড়া নাড়ে নিকষ দুর্দিন!

রাস্তাগুলো ডিএনের মত পেঁচিয়ে উঠেছে
নিয়ন বাতির মত নস্টালজিয়া জমকালো!
কনকনে হাড়-গোড়ের ভেতর আমি কোথায়?
এখন কেন কে জানে বিদ্যুৎও চমকালো!

আমি দেখলাম আমার হদিস নেই এ দেশে
আমি দেখেছি অট্টহাসি কশেরুকায় ঘুন-পোকার!
করপুটে এক পোয়া ভবিষ্যৎ ধরে 
আমিও ভেবেছি পার্থক্য অনেক কিছু সাকার ও বেকার!

প্রেমের ভোটে নিরঙ্কুশ বিজয় পেলেও 
ভাতের দুনিয়া ঢেঁকুর তোলে না ভালবেসে!
আরেকবার পথ খুঁজে পেলে আমি ফিরব
আমার পথটা যেন তোমার পথেই যায় মেশে।