রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮

শূণ্য সংকেত

প্রতিটি অন্তরঙ্গ ক্ষণের সমাপ্তি আছে,
প্রতিটি বহিরঙ্গ বিবর্তনের পেছনেও জেনো
আছে কিছু সুন্দর সূচনার রেশ! 
স্খলনের মাপে কারো মেপো না পৌরুষ,
যে বোঝে ভালবাসা সে জানে ভাগশেষ-
সব কিছুরই শেষ কথা নয়!

কিছু ভাষা অধর বোঝে, কিছু ভাষা চোখ,
আমিও বলতে চাই- তবে তাই হোক
কিন্তু দূরত্বের কাছে গিয়ে ফিরে দেখি তুমি-
নৈকট্যের সন্নিকটে শূণ্য সংকেত!

৯ এপ্রিল।১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...