প্রিয়তমা,
তোমার ঈশ্বর নিষ্ঠায় আমার অবিশ্বাস নেই,
আমার সমস্ত অবিশ্বাস তোমার ঈশ্বরেরই প্রতি!
আমার সমস্ত অবিশ্বাস তোমার ঈশ্বরেরই প্রতি!
তোমাকে বিশ্বাস করি ঈশ্বরের চাইতে বেশী,
তাই অতন্দ্র নিঃস্বতায় ভয় করি খুব!
তাই অতন্দ্র নিঃস্বতায় ভয় করি খুব!
তুমি তো মানুষ বটে, আমারই মতন,
ঈশ্বরের মত নও অচল, নিশ্চুপ!
ঈশ্বরের মত নও অচল, নিশ্চুপ!
কবিতাটি ১১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০১/১০/২০১৭, ১৭:১৪ মি:
প্রকাশের সময়:০১/১০/২০১৭, ১৭:১৪ মি:
আপনার কবিতা যত পড়ছি ততই মুগ্ধ হচ্ছি ।
উত্তরমুছুনপ্রশংসার ভাষা আমার কাছে পর্যাপ্ত নেই , তবে খুব ভালো লাগে আপনার লেখাগুলো পড়তে ।
আরো লিখুন , আরো মুগ্ধ হতে থাকি আমি আর আমার মত সবাই।
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। লেখালেখির হাত আর নেই বললেই চলে। তবুও মাঝে মাঝে এরকম মন্তব্য পেলে একটু উৎসাহ পাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
উত্তরমুছুন