প্রিয়তমা,

তোমার ঈশ্বর নিষ্ঠায় আমার অবিশ্বাস নেই,
আমার সমস্ত অবিশ্বাস তোমার ঈশ্বরেরই প্রতি!

তোমাকে বিশ্বাস করি ঈশ্বরের চাইতে বেশী,
তাই অতন্দ্র নিঃস্বতায় ভয় করি খুব!

তুমি তো মানুষ বটে, আমারই মতন,
ঈশ্বরের মত নও অচল, নিশ্চুপ!