না না এতটা সুশীল সাজতে নেই,
অসময়ে খসলে মুখোশ দেখা যায় সুঁচালো দাঁত,
নেকড়ে হৃদয়, তখনই সমূহ পতন!

অন্তত এটুকু ভেবেও তুমি স্পষ্ট থেকো,
খুনের খঞ্জর ধরেও হও তুমিই মহাণ,
তবুও অনুরোধ- কপট হয়ো না।

রাবনকে আর কতটা ডরাই?
রামের অভিনেতাকে দেখে মূর্ছা যাই শুধু!