না না এতটা সুশীল সাজতে নেই,
অসময়ে খসলে মুখোশ দেখা যায় সুঁচালো দাঁত,
নেকড়ে হৃদয়, তখনই সমূহ পতন!
অসময়ে খসলে মুখোশ দেখা যায় সুঁচালো দাঁত,
নেকড়ে হৃদয়, তখনই সমূহ পতন!
অন্তত এটুকু ভেবেও তুমি স্পষ্ট থেকো,
খুনের খঞ্জর ধরেও হও তুমিই মহাণ,
তবুও অনুরোধ- কপট হয়ো না।
খুনের খঞ্জর ধরেও হও তুমিই মহাণ,
তবুও অনুরোধ- কপট হয়ো না।
রাবনকে আর কতটা ডরাই?
রামের অভিনেতাকে দেখে মূর্ছা যাই শুধু!
রামের অভিনেতাকে দেখে মূর্ছা যাই শুধু!
কবিতাটি ১৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:১৫/০৫/২০১৭, ১৮:৫৭ মি:
প্রকাশের সময়:১৫/০৫/২০১৭, ১৮:৫৭ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন