বহু কবিতার আগুন নিভেছে, একমুঠো দেখি ছাই।
কালো অঙ্গার বুকের কোরকে এখনো তোমাকে চাই!
সব রাত্রি কি দুখে দুখে যাবে? সব ফুল যাবে ঝরে?
সব উষসীর আলোর সায়রে আমাকে কি মনে পড়ে?
আমি তো রয়েছি তোমাকে জড়িয়ে দু'কোটি কল্প একা,
বহু জনমের মৃত্যু লগনে যদি একবার মেলে দেখা-
সেই বাসনায় লক্ষ লহরী সুরে লয়ে গেছে ভেসে
তুমি কি এখনো দাঁড়াতে অরাজি আমার সামনে হেসে?
কালো অঙ্গার বুকের কোরকে এখনো তোমাকে চাই!
সব রাত্রি কি দুখে দুখে যাবে? সব ফুল যাবে ঝরে?
সব উষসীর আলোর সায়রে আমাকে কি মনে পড়ে?
আমি তো রয়েছি তোমাকে জড়িয়ে দু'কোটি কল্প একা,
বহু জনমের মৃত্যু লগনে যদি একবার মেলে দেখা-
সেই বাসনায় লক্ষ লহরী সুরে লয়ে গেছে ভেসে
তুমি কি এখনো দাঁড়াতে অরাজি আমার সামনে হেসে?
দেখো, এই যে পৌষী কুয়াশা আকাশ উদাস গুমরে কাঁদে
তাকেও তো আমি বোঝাতে পারি না কি করে যে বুক বাঁধে-
ঘন বেদনার ক্ষুরধার ঘায়ে যদি কারো কাটে অবকাশ
কি করে সে পারে জীবনের কাছে বন্ধক দিতে বিশ্বাস-
বিরাগী যখন মোহের পৃথিবী ধীরে ধীরে যায় সরে?
কুসুমিতা সেই রিক্ত তিমিরে আমাকে কি মনে পড়ে?
তাকেও তো আমি বোঝাতে পারি না কি করে যে বুক বাঁধে-
ঘন বেদনার ক্ষুরধার ঘায়ে যদি কারো কাটে অবকাশ
কি করে সে পারে জীবনের কাছে বন্ধক দিতে বিশ্বাস-
বিরাগী যখন মোহের পৃথিবী ধীরে ধীরে যায় সরে?
কুসুমিতা সেই রিক্ত তিমিরে আমাকে কি মনে পড়ে?
আমি আছি সেই শুভক্ষণ থেকে সকল অশুভ সন্ধ্যায়
ধূতুরার বিষে সিক্ত হৃদয় আমি ঢেকেছি রজনীগন্ধায়।
ভাল আছি খুব, খুব ভাল আছি, তুমি ভালো থেকো অভিমানিনী।
ভাল না থাকার কি যে অনুভব ভাল না থেকেও আমি জানিনি।।
ধূতুরার বিষে সিক্ত হৃদয় আমি ঢেকেছি রজনীগন্ধায়।
ভাল আছি খুব, খুব ভাল আছি, তুমি ভালো থেকো অভিমানিনী।
ভাল না থাকার কি যে অনুভব ভাল না থেকেও আমি জানিনি।।
কবিতাটি ১৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:১৪/১২/২০১৬, ১৭:০৪ মি:
প্রকাশের সময়:১৪/১২/২০১৬, ১৭:০৪ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন