সাধ হয় ডুবে থেকো প্রেম-অপ্রেম কেচ্ছায়,
আমি তো নির্বাপিত এ আঁধারে স্বেচ্ছায়!
খুঁজো না নিখোঁজ কারো তিরোহিত অন্তর,
বিরহ অনন্ত নয়, মন নয় যন্তর!
ভুলে যাওয়া প্রাকৃত, না ভোলাই মহাপাপ,
নৈকট্য মধুর বটে, ব্যবধান কি অভিশাপ?
আমি তো নির্বাপিত এ আঁধারে স্বেচ্ছায়!
খুঁজো না নিখোঁজ কারো তিরোহিত অন্তর,
বিরহ অনন্ত নয়, মন নয় যন্তর!
ভুলে যাওয়া প্রাকৃত, না ভোলাই মহাপাপ,
নৈকট্য মধুর বটে, ব্যবধান কি অভিশাপ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন