আমি একদিন বিশ্বাস করতে শিখেছি
অন্তরে, জঠরে দৈন্যতার পাহাড় গড়েও
আমি একদিন অবশ্যই বড় কোন রাজা হব,
আমি আজও তাই বিশ্বাস করি।
এই মূহুর্মূহু ধসে পড়ার অক্লান্ত সময়েও দেখ,
দেখ এসপারওসপার চিড়ে যাওয়া বহু হতাশার অন্ধকারেও,
আমি বারবার ভিক্ষুকের যষ্টিকে তুলেছি তলোয়ারের মত,
আমি বিশ্বাস করেছি, প্রতিটি ভিখারীরও থাকে রাজত্বের অভিলাষ,
প্রতিটি কপদর্কহীনেরও থাকে সম্রাট হবার বোধ,
তবুও কেউ কেউ রাজা হয় শুধু!
অন্তরে, জঠরে দৈন্যতার পাহাড় গড়েও
আমি একদিন অবশ্যই বড় কোন রাজা হব,
আমি আজও তাই বিশ্বাস করি।
এই মূহুর্মূহু ধসে পড়ার অক্লান্ত সময়েও দেখ,
দেখ এসপারওসপার চিড়ে যাওয়া বহু হতাশার অন্ধকারেও,
আমি বারবার ভিক্ষুকের যষ্টিকে তুলেছি তলোয়ারের মত,
আমি বিশ্বাস করেছি, প্রতিটি ভিখারীরও থাকে রাজত্বের অভিলাষ,
প্রতিটি কপদর্কহীনেরও থাকে সম্রাট হবার বোধ,
তবুও কেউ কেউ রাজা হয় শুধু!
প্রতিনিয়ত মরে যেতে যেতেও আমি বিশ্বাস করেছি-
এটাই বেঁচে থাকা! প্রতিনিয়ত খঞ্জরের খোঁচায় কঁকিয়ে উঠে বলেছি
এটাই বাঁচার সুর, আমি অতিবিশ্বাস করেছি মানুষ এভাবেই বাঁচে,
মৃত্যুর প্রকোপ জানি, জানি অমোঘ মৃত্যুর-
কাছে এসব তো বাক্যবিপর্যয়!
তবু দেখো আমি আছি, তুমিও আছো, এতে কি সংশয়!
এই থাকাটুকুই ভরসা করেছি, আমি বিশ্বাস করেছি এভাবে,
সত্যিই এভাবে একদিন একদিন থেকে গেলেই
আমরা এসে যাব ঐশ্বর্য্যের কাছে,
আমরা এসে যাব নীলাভ্র শূণ্যতায়,
আমরা জেনে যাব আমাদের যেটুকু সময়
গেছে হৃদয় রক্তাপ্লুত করে, তা ছিল অবিনাশী আনন্দের
শুরুর পাতা, প্রথম অধ্যায়!
এটাই বেঁচে থাকা! প্রতিনিয়ত খঞ্জরের খোঁচায় কঁকিয়ে উঠে বলেছি
এটাই বাঁচার সুর, আমি অতিবিশ্বাস করেছি মানুষ এভাবেই বাঁচে,
মৃত্যুর প্রকোপ জানি, জানি অমোঘ মৃত্যুর-
কাছে এসব তো বাক্যবিপর্যয়!
তবু দেখো আমি আছি, তুমিও আছো, এতে কি সংশয়!
এই থাকাটুকুই ভরসা করেছি, আমি বিশ্বাস করেছি এভাবে,
সত্যিই এভাবে একদিন একদিন থেকে গেলেই
আমরা এসে যাব ঐশ্বর্য্যের কাছে,
আমরা এসে যাব নীলাভ্র শূণ্যতায়,
আমরা জেনে যাব আমাদের যেটুকু সময়
গেছে হৃদয় রক্তাপ্লুত করে, তা ছিল অবিনাশী আনন্দের
শুরুর পাতা, প্রথম অধ্যায়!
কবিতাটি ১৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:২৮/০৬/২০১৭, ১৭:৪৬ মি:
প্রকাশের সময়:২৮/০৬/২০১৭, ১৭:৪৬ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন