অপরের অনিষ্ট না করেও তো নিজের ব্যাপক অনিষ্ট করা যায়।
সেটাই না হয় করি।

মেঘমন্দ্রিতা, আমার মতন, জানি তুমিও ভাল নেই,
আষাঢ়ে শ্রাবণে লুকোচুরি

বেদনাস্নাত হয়ে আমাদের দিন কাটে প্রায়!

তবুও নিরুদ্বিগ্ন অভিনয়ে ঠোঁটে রাখি কি সুধানিষ্যন্দ হাসি,
ভেতরে থাক পুরাতন শ্লথ শ্লাঘায়

প্রারব্ধের অহংকার। জীবনকে ভালবাসি-

তাই এই মিথ্যেকেও না হয় আমরা আমরণ পূজা করে যাব!

অপরকে অসম্ভব ভালবেসেও তো করা যায় প্রিয়তমা
আত্মস্থ আমিত্বকে প্রবলতর ঘৃণা!

আমাকে দেখ, দেখ অরুণিমা,
আমি তার বিমূর্ত আভাস!