তোমাকে বোঝাতে পারি না আমি
আমারও বেদনা জমে আছে উইয়ের ঢিবির মত,
স্পর্শবিহীনতার ছাপ ভেতরে চেপে যাই,
মদনভস্মের যন্ত্রণা, কি মরণ উত্তাপ,
কি অবরুদ্ধ দাহক্রিয়ার ফল একমুঠো ছাই
আমি সংসার নিয়তি বলে মেনে মেনে চলি
তোমাকে বোঝাতে পারি না আমি।
আমারও বেদনা জমে আছে উইয়ের ঢিবির মত,
স্পর্শবিহীনতার ছাপ ভেতরে চেপে যাই,
মদনভস্মের যন্ত্রণা, কি মরণ উত্তাপ,
কি অবরুদ্ধ দাহক্রিয়ার ফল একমুঠো ছাই
আমি সংসার নিয়তি বলে মেনে মেনে চলি
তোমাকে বোঝাতে পারি না আমি।
এই অচঞ্চল বোশেখী আকাশের মত
ভাবো নাকি আমি উদাসীন প্রখর অন্তর?
কঠোর ও কঠিন আমি, স্থবির, পাংশু,
আমি কি দ্ব্যর্থহীন জীয়ন্ত অবোধ প্রস্তর
অমোঘ শাপে অনঘা অহল্যার মত কারো অপেক্ষায়?
তোমাকে ঠিক করে বোঝাতে পারি না আমি।
ভাবো নাকি আমি উদাসীন প্রখর অন্তর?
কঠোর ও কঠিন আমি, স্থবির, পাংশু,
আমি কি দ্ব্যর্থহীন জীয়ন্ত অবোধ প্রস্তর
অমোঘ শাপে অনঘা অহল্যার মত কারো অপেক্ষায়?
তোমাকে ঠিক করে বোঝাতে পারি না আমি।
আমারও ইচ্ছে করে বৃষ্টিস্নাত হতে,
গলে যেতে নদীতট মৃত্তিকার কাছে, দু'হাত ভিক্ষায়
বাড়িয়ে দিয়ে, একটুকু, চোখের কোনে তোমাকেই চাওয়া-
তাই দিয়ে না হয় জন্ম জন্ম আমি ক্লেদাক্ত হতাম,
তোমাকে এসব আমি বোঝাতে পারি না কিছুতেই!
গলে যেতে নদীতট মৃত্তিকার কাছে, দু'হাত ভিক্ষায়
বাড়িয়ে দিয়ে, একটুকু, চোখের কোনে তোমাকেই চাওয়া-
তাই দিয়ে না হয় জন্ম জন্ম আমি ক্লেদাক্ত হতাম,
তোমাকে এসব আমি বোঝাতে পারি না কিছুতেই!
বিশ্বাস কর, এ বুকেও বিরাট ভারী অঢেল দীর্ঘশ্বাস,
অগুনতি কাতরতা, আকুলিবিকুলি সুরের রাত
প্রলম্বিত বিরহের বদ্ধ কোঠায় জমে জমে, পরবাস
আমার বড় সুখে কাটে না গো, বড় সুখে নয়।
অগুনতি কাতরতা, আকুলিবিকুলি সুরের রাত
প্রলম্বিত বিরহের বদ্ধ কোঠায় জমে জমে, পরবাস
আমার বড় সুখে কাটে না গো, বড় সুখে নয়।
বিশ্বাস হয়?
কবিতাটি ১৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:১২/০৫/২০১৭, ১৮:৩৫ মি:
প্রকাশের সময়:১২/০৫/২০১৭, ১৮:৩৫ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন