কখনো তুমি কোন রসরাজের পক্ষে ছিলে?
সেও চলে গেল পূর্বপুরুষের পদাঙ্ক ধরে।
কাননবালা পদপিষ্ট দিনের আলোয়,
আকুতি তার- 'আমাকে মেরো না আর,
ভারতে চলে যাব ভিটেমাটি ফেলে'....
তারপর?

তুমি ঘুমাও, তুমি ঘুমিয়ে থাকো,
মাথার তালুতে মাখো নিদ্রাপ্রদায়ী তেল,
ভালো থাকো প্রতি নগর নাসিরনগর হলেও,
ভাল থাকো মালোপাড়া জ্বলে ছাই হলে, 
স্বপ্ন দেখো বিস্তর, অসংখ্য, অঢেল!
বাড়িঘর-

কারো কারো পুড়ছে পুড়ুক!
তুমি আগুনে ঝলসে বিবেক- কাবাব করো,
উদর ভরুক, নিশীথে গড়িয়ে পড়ুক আরও
দুর্বলের বীর্য্যনিধি! পয়দা হোক দীনতার গর্ভে
লাথিখেকো শিশু, তারাও বাড়ুক!
অতঃপর-

সকল প্রজন্ম- এপাড়ে রিফিউজি,
বাঙালি ঘটির কাছে বিকট বাঙাল,
এরাও কি কখনো কাঁদে তোমার ব্যথায়?
এরাও তো আজকাল অভাগা কাঙাল!

ঘুমাচ্ছ, ঘুমাও।
আমি কোন কাননবালার কোলে 
রাত জেগে থাকি! কোন কাননবালার ব্যথা- 
চোখে মুখে মাখি।