মেঘবতী,
পাখিকে বেঁধে রাখো সোনার খাঁচায়,
জেনো তার ঝড়ে ভাঙা নীড়টুকু তার চেয়ে দামী!
পাখিকে বেঁধে রাখো সোনার খাঁচায়,
জেনো তার ঝড়ে ভাঙা নীড়টুকু তার চেয়ে দামী!
মানুষও তেমন।
সৌন্দর্য্যেরও যদি থাকে অযুত শৃঙ্খল
তবে কখনো মনে হয় কুৎসিতই ভাল বাঁচার জন্য!
তবে কখনো মনে হয় কুৎসিতই ভাল বাঁচার জন্য!
তবু কিছু মানুষ- নিতান্ত অপরিণামী।
মেঘবতী, দেখো এ চোখের জল-
হয়ত কখনো করে ভুল। কিছু ভুল দুরতিক্রম্য-
এক জীবনের টানে, কিছু ভুল ভুলে থাকা দায়,
কিছু ভুল গোটাজন্ম সঞ্চিত ফল,
কিছু ভুল হাসার ছলে অনেক কাঁদায়।
এক জীবনের টানে, কিছু ভুল ভুলে থাকা দায়,
কিছু ভুল গোটাজন্ম সঞ্চিত ফল,
কিছু ভুল হাসার ছলে অনেক কাঁদায়।
যে অস্তিত্ব অস্তগামী
উদয়ের দিনে সে জানেনি চলে যেতে হবে,
সে জেনেছে স্বার্থকতা ক্ষণিক থাকায়,
না থাকার কি কষ্ট থাকতে আর কবে
কে বুঝেছে বল?
সে জেনেছে স্বার্থকতা ক্ষণিক থাকায়,
না থাকার কি কষ্ট থাকতে আর কবে
কে বুঝেছে বল?
কবিতাটি ১৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:২১/০৫/২০১৭, ১৭:১৮ মি:
প্রকাশের সময়:২১/০৫/২০১৭, ১৭:১৮ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন