সায়ন্তিকা সায়ংনভে কজ্জ্বলমায়ার দু'চোখ দেখি
আমি দেখি দু'চোখে আকুলায়িত তরঙ্গপ্রেম
ভ্রুভঙ্গে অনঙ্গরঙ্গ, চকিতে ফুলশর
আমি পাই- ক্ষুরধার, চশমার ফ্রেম-
নিচে অধর উপাখ্যান!
বধির তাই কবে থেকে সুললিতা পুরিয়া-ধানেশ্রী শেষে
জলপাই রঙ শাড়ীর দু'প্রান্ত মেপে যেটুক হয় ব্যবধান
সেটুক সময় কষে দেখো আমি কতটা অধীর!
অনেক হয় না বলা, অনেক হয়েছে বলা, যেটুকু গলায় বাঁধে
সেটুকু বুঝে নিয়ো, ধরে নিয়ো ঝড়ের আগের ক্ষণে বাতাস গম্ভীর!
আমি দেখি দু'চোখে আকুলায়িত তরঙ্গপ্রেম
ভ্রুভঙ্গে অনঙ্গরঙ্গ, চকিতে ফুলশর
আমি পাই- ক্ষুরধার, চশমার ফ্রেম-
নিচে অধর উপাখ্যান!
বধির তাই কবে থেকে সুললিতা পুরিয়া-ধানেশ্রী শেষে
জলপাই রঙ শাড়ীর দু'প্রান্ত মেপে যেটুক হয় ব্যবধান
সেটুক সময় কষে দেখো আমি কতটা অধীর!
অনেক হয় না বলা, অনেক হয়েছে বলা, যেটুকু গলায় বাঁধে
সেটুকু বুঝে নিয়ো, ধরে নিয়ো ঝড়ের আগের ক্ষণে বাতাস গম্ভীর!
তারপর সমুদ্রের তলদেশে আরও কত সমুদ্রে নেমে সমুদ্রমন্থন,
আরও কত অবিকল পুরাতন স্রোতে আমাদের চির ভেসে যাওয়া।
আরও কত অনাদি ঘূর্ণিপাতের মাঝে আমাদের নৌকোর গতি
মুক্তকেশের টানে ভাসে নিরুপায় নিঃশ্বাসের হাওয়া!
আরও কত অবিকল পুরাতন স্রোতে আমাদের চির ভেসে যাওয়া।
আরও কত অনাদি ঘূর্ণিপাতের মাঝে আমাদের নৌকোর গতি
মুক্তকেশের টানে ভাসে নিরুপায় নিঃশ্বাসের হাওয়া!
আমরা মিশে যাই।
কবিতাটি ১৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:২৬/১২/২০১৬, ১২:৫৫ মি:
প্রকাশের সময়:২৬/১২/২০১৬, ১২:৫৫ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন