মাঝেমাঝে ইচ্ছে করে- আমি আবার কবিতা লিখব,
আজকাল বহু অজপ্রসূতেরাও দার্শনিক হয়, কখনো কবিও;
আমাকে যে দলেই ফেলো- আমি আবার কবিতা লিখব!
আজকাল বহু অজপ্রসূতেরাও দার্শনিক হয়, কখনো কবিও;
আমাকে যে দলেই ফেলো- আমি আবার কবিতা লিখব!
চায়ের টঙে জমাট খিস্তিখেউড়ে গুণ্ডাগুলো গণতন্ত্র নিয়ে গেলো,
ভণ্ড, বিদূষক, কলহকাতর ভাঁড়েরা খেলো বিপ্লবের সমাজতন্ত্র,
মিস্টিসিজম ম'লো ধর্মের আস্তাকুড়ে, সমহারে মূর্খেরা নাস্তিক হল!
শত শত, শত শত।
ভণ্ড, বিদূষক, কলহকাতর ভাঁড়েরা খেলো বিপ্লবের সমাজতন্ত্র,
মিস্টিসিজম ম'লো ধর্মের আস্তাকুড়ে, সমহারে মূর্খেরা নাস্তিক হল!
শত শত, শত শত।
সৌন্দর্য্যেরও যে মৃত্যু অবশ্যম্ভাবী-
সে কথা ক'জন মানে?
সে কথা ক'জন মানে?
শত শত সেক্সিস্টরা রোমান্টিসিজমের ডিগ্রী পেয়েছে,
রবি ঠাকুরের কবিতা জননাঙ্গ অনুত্তেজক বিধায়
ধ্বজভঙ্গের লিস্টে পেলো সম্মানের সংযোজন,
আমার আর ভরসা কোথায়!
তবুও লিখব ভাবি!
রবি ঠাকুরের কবিতা জননাঙ্গ অনুত্তেজক বিধায়
ধ্বজভঙ্গের লিস্টে পেলো সম্মানের সংযোজন,
আমার আর ভরসা কোথায়!
তবুও লিখব ভাবি!
সৌন্দর্য্যেরও যে মৃত্যু অবশ্যম্ভাবী!
চারিদিকে অকালপক্ব নাগলিঙ্গমের গন্ধে বসে ভাবতাম-
এত উচ্ছন্নোৎসবের ভেতর কবিতা বমির উদ্রেককারী-
আজ কেন যেন মনে হচ্ছে- সে হয়ত উপশমও দেয়।
সে তোমরা যা-ই বল, আমি আবার কবিতা লিখব!
এত উচ্ছন্নোৎসবের ভেতর কবিতা বমির উদ্রেককারী-
আজ কেন যেন মনে হচ্ছে- সে হয়ত উপশমও দেয়।
সে তোমরা যা-ই বল, আমি আবার কবিতা লিখব!
আবার কবিতা লিখব!
কবিতাটি ৩৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০৬/০১/২০১৮, ১১:২৫ মি:
প্রকাশের সময়:০৬/০১/২০১৮, ১১:২৫ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন