কি যতনে শ্যামা পরাণ-পুতলী
বেঁধেছিস দিয়ে মায়ার সুতলী-
ছিঁড়িতে না পারি বহু বাসনায়
অদূর-অস্ত, আঁধার ঘনায়,
সদা মনে ভয়- কানায় কানায়
বিষয় গরলে মরি,
বলি কি গো তারা ভবভয়হরা,
পাব কি চরণতরী?
হৃদয়ের আশ মেটে না, মেটে
না,
আলো বিনে আর পুষ্প ফোটে না,
তমসার মাঝে হাতড়ে বেড়াই,
কিরণ কণিকা- নিঃশেষে নাই,
ঘুরিয়া মরি গো পাগলের
প্রায়-
কি আশায় প্রাণ ধরি?
নাটাই রেখেছ শ্রীকরকমলে,
আমি তো খেলার ঘুড়ি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন