মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮

কিছু গাইবে কি?


অবশ্য যদিও এখন বরষা নয়,
অবসন্ন- অনভিপ্রেত পৌষ দ্বিপ্রহর,
তবুও কথা ছিল মল্লার গাওয়ার।
কথা ছিল- কিন্তু মেঘও কেটে গেছে,
আমার আকাশ জ্বলে রৌদ্র প্রখর-
কথা ছিল- কিছু গাইবে কি?

এখনো নিষাদে বাঁধা বিষাদের তার,
যদিও অনেক আগে থেমে গেছে ঝড়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...