রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯

সেটুকু আমার তুমি

কিছু কথা থাকে বুকের পাঁজরে মুক্তোর মত নিহিত
কিছু প্রেম থাকে শুধু প্রেম হয়ে ,হয় না কখনো লিখিত।

কিছু না পাওয়া'য় দুঃখ থাকে না, কিছু পেলে বাড়ে বোঝা,
আরকিছু আছে চাইতে হয় না, হয় না কখনো খোঁজা।
 কিছু অপেক্ষা লাগে না মন্দ, আক্ষেপ নয় তুষিত
কিছুটা পিপাসা না মেটালে ভাল, থাকি চিরদিন তৃষিত-
 সেটুকু আমার তুমি।
 ৭/১/১৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...