এ ভাঙন জোড়া না লাগার,
আলবাৎ জোড়া না লাগার!

অপরিমিত চেষ্টায় আশা করা উদ্বায়ী বন্ধন
উন্মুক্ত বুকের মাঝে মায়া বুনে থাক!
প্রেমান্ধের বাসনার যৌক্তিকতা লাগে?
আঁধারকে আলো ভেবে তারা ভেসে যাক!

কত রাত আর না জাগার
সামনে পরে আছে। কত জ্যোৎস্না আর না দেখার
আসবে আর নির্বিবাদে চলেও তো যাবে! 
কত আরও গুচ্ছ গুচ্ছ কবিতার ঝাঁক
আতুর ঘরেই যাবে মরে।