তোমায় দেখি ঝাপসা চোখে ভোর রাতে,
কুজ্ঝটিকার অন্তরালে হাত রেখেছ কার হাতে......
ঝঞ্ঝা বাতাস ঝটকা লাগে খিড়কি নড়ে একলা ঘর,
তোমায় দেখি দাঁড়িয়ে আছো সুরমা নদীর স্রোতের পর.....