মৌসুমী খরা বুকের প্রান্তে,
আমি তো জানিই, তুমিও জানতে
খা খা প্রান্তরে বরষা আনতে
কত মল্লার গেছি সেধে,
মেঘের হাওয়ায় উদাস জনম
ভরিয়েছি গান বেঁধে!

অধরা স্বপ্নে বিভোর আবেগে
নৌকো গড়েছি রাত জেগে জেগে
যদি মরানদী কখনো আবার
ঢল নেমে যায় ভরে,
তুমি তো দেখেছ মেঘনন্দিনী
অমরাবতীর ধারে- আমার নিত্য বিনাশ,
আমি বুঝেও বুঝিনি যারে!

এখন একেলা নট-ভৈরব
আমি তটে তটে ফিরি একা,
তুমি আশাবরী কণক বিভায়
এখনো দিলে না দেখা!