অনেক দিনের প্রেম কামনায় সত্যে করেছি আড়াল,
তুমি গো বালিকা ব্রাহ্মণসূতা আমি যে অছুৎ চাঁড়াল!

পুরুতেরা কহে 'এই অধর্মে শতেক নরকে যাবে'।
আমি কহিলাম, 'বামুন দেবতা, যাহা হয় তাহা হবে'!

তোমারে করিয়া গোত্রান্তরী আমি চাহি না স্বরগবাস,
শুধু অন্তর আর বাহির জুড়িয়া তুমিই করিয়ো চাষ-

গূঢ় প্রণয়ের, বুনো ভালবাসা রচিয়া মধুর হাতে,
ভটচায মেয়ে বাসর বাঁধিয়ো দত্তবাটীর ছাতে!

বামুনে-কায়েতে হেন অনাচারে ক্ষিপ্ত শ্বশুরকূলে
আমি বুঝাইব ধর্মাধর্ম, জাত-পাত কারে বলে!

তুমি একবার শুধু হাত খানি ধরো, বাকী কাজ করি আমি।
শ্বশুরে কহিয়ো, 'চলিলাম পিতা, ক্ষমা করিবেনা তাহা জানি।'

বছর ঘুরিলে নাতি-নাতনীর মুখ না দেখিয়া পারে
এমন শ্বশুর আমিও দেখিব আছে কি না সংসারে!

😜