বেঁচে যে আছি এটাই বিরাট কৃতিত্ব আমার!
অনেক অপারগতায় বাঁচার অসহায়ত্ব কেমন জানো?
নিজেকে ভুলিয়ে রেখে কল্পনার ঘোরে নিঃশব্দে পুড়ে যাওয়ার
যন্ত্রণা কতটা বোঝ? কতটা অশ্রুপ্লাবনের কল্লোল শোনো-
জ্যোছনাহীনা নিস্তব্ধ রাত্রির বুকে দ্বান্দ্বিক বন্ধু?
অনেক অপারগতায় বাঁচার অসহায়ত্ব কেমন জানো?
নিজেকে ভুলিয়ে রেখে কল্পনার ঘোরে নিঃশব্দে পুড়ে যাওয়ার
যন্ত্রণা কতটা বোঝ? কতটা অশ্রুপ্লাবনের কল্লোল শোনো-
জ্যোছনাহীনা নিস্তব্ধ রাত্রির বুকে দ্বান্দ্বিক বন্ধু?
বুকের বামদিক-
আমি আমাকে খুঁড়ে খুঁড়ে বের করেছি বেদনা গুপ্তধন,
লোকোত্তীর্ণ অভিমান, কুড়েকুড়ে খায় পাঁজরা পিঞ্জর-
ঘুনেপোকার দঙ্গল, তবুও কি এক আকুলিত আসক্ততায় আছি বেঁচে
বন্ধুবর, হৃৎপিন্ডে খঞ্জর- আর হাসির রম্যাভিনয়- বলছি এও তো অমৃতময়!
আমি আমাকে খুঁড়ে খুঁড়ে বের করেছি বেদনা গুপ্তধন,
লোকোত্তীর্ণ অভিমান, কুড়েকুড়ে খায় পাঁজরা পিঞ্জর-
ঘুনেপোকার দঙ্গল, তবুও কি এক আকুলিত আসক্ততায় আছি বেঁচে
বন্ধুবর, হৃৎপিন্ডে খঞ্জর- আর হাসির রম্যাভিনয়- বলছি এও তো অমৃতময়!
একি কম কৃতিত্ব আমার?
কবিতাটি ৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:১০/১০/২০১৭, ১৮:৫৯ মি:
প্রকাশের সময়:১০/১০/২০১৭, ১৮:৫৯ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন