বামুন বলেন ম্লেচ্ছ আমায়,
মোল্লা বলেন মালুর জাত
কোন কিসিমের চিজ যে হলাম,
আল্লা মিঁয়ার মাথায় হাত!
ভগবানও ভড়কে গেছেন কাণ্ড দেখে হিঁদুর পো'র
শাস্ত্রপুঁথি কচলে মেখে- সগগো দ্বারে দিচ্ছে দোর!
বৌদ্ধ বলে হিন্দু ব্যাটা, হিন্দু বলে জাতের পাপ
খিরিস্তানও খিস্তি মারে, মুমিন বলে বাপরে বাপ!
এই দুনিয়ায় মানুষ হতে
ধম্ম কম্মে ডিগ্রী চাই
কোন আলেমের ডিগ্রী সেরা,
বিদ্যে যে কার ঘর বোঝাই-
মোল্লা বলেন মালুর জাত
কোন কিসিমের চিজ যে হলাম,
আল্লা মিঁয়ার মাথায় হাত!
ভগবানও ভড়কে গেছেন কাণ্ড দেখে হিঁদুর পো'র
শাস্ত্রপুঁথি কচলে মেখে- সগগো দ্বারে দিচ্ছে দোর!
বৌদ্ধ বলে হিন্দু ব্যাটা, হিন্দু বলে জাতের পাপ
খিরিস্তানও খিস্তি মারে, মুমিন বলে বাপরে বাপ!
এই দুনিয়ায় মানুষ হতে
ধম্ম কম্মে ডিগ্রী চাই
কোন আলেমের ডিগ্রী সেরা,
বিদ্যে যে কার ঘর বোঝাই-
ক্যামনে কমু?
সবাই বলে আমারটা বেস্ট, ওদের গুলো খারাপ বেশ!
কারো জ্ঞানে দুলছে দাড়ি, কারো আবার টিকির কেশ!
মানুষ হওয়া গৌণ বিষয়, এ মকতবে দাও সালাম
পরহেজগারি করতে হবে, পড়তে হবে নামাজ কালাম!
একাদশীর উপবাসে- মাছ খেয়েছ? সব্বোনাশ!
হিন্দু হয়ে হিঁদুর পেছন এমন করে দিচ্ছ বাঁশ!
ধম্মো কম্ম কত্তে লাগে,
শুদ্ধাচারেই পুণ্যলাভ
নইলে সিধা নরক যাবে,
সাতপুরুষের পড়বে শাপ!
কারো জ্ঞানে দুলছে দাড়ি, কারো আবার টিকির কেশ!
মানুষ হওয়া গৌণ বিষয়, এ মকতবে দাও সালাম
পরহেজগারি করতে হবে, পড়তে হবে নামাজ কালাম!
একাদশীর উপবাসে- মাছ খেয়েছ? সব্বোনাশ!
হিন্দু হয়ে হিঁদুর পেছন এমন করে দিচ্ছ বাঁশ!
ধম্মো কম্ম কত্তে লাগে,
শুদ্ধাচারেই পুণ্যলাভ
নইলে সিধা নরক যাবে,
সাতপুরুষের পড়বে শাপ!
আবার দেখি-
মার্ক্স সাহেবের গুষ্টি এসে শোনায় নানান কেচ্ছা সব
আরেক জ্বালা হচ্ছে মশাই- মদ মাতালের মহোৎসব!
মহাভারতের অশুদ্ধ সব, বুড়ো মার্ক্সই সত্য সার
ঘরের খেয়ে পরের প্রেমে, চীনা মন্ত্রে দেশোদ্ধার-
করবে তারা, সর্বহারা-
গলায় তাদের লাল স্লোগান!
গাঞ্জা টানা হিন্দুয়ানি,
সভ্য কেবল মদ্যপান-
এসব বলে দেশ ও দশে
কাঠি দিয়েই চলছে কাল,
যে বোঝে না সমাজতন্ত্র,
চাপকে তাদের পিঠের ছাল-
তুলেই নেবে জীভের জোরে
মামদো ভুতের ছানার দল,
সব ধর্মের সেরা ধর্ম-
মার্ক্স দাদুটার মন্ত্র বল!
আরেক জ্বালা হচ্ছে মশাই- মদ মাতালের মহোৎসব!
মহাভারতের অশুদ্ধ সব, বুড়ো মার্ক্সই সত্য সার
ঘরের খেয়ে পরের প্রেমে, চীনা মন্ত্রে দেশোদ্ধার-
করবে তারা, সর্বহারা-
গলায় তাদের লাল স্লোগান!
গাঞ্জা টানা হিন্দুয়ানি,
সভ্য কেবল মদ্যপান-
এসব বলে দেশ ও দশে
কাঠি দিয়েই চলছে কাল,
যে বোঝে না সমাজতন্ত্র,
চাপকে তাদের পিঠের ছাল-
তুলেই নেবে জীভের জোরে
মামদো ভুতের ছানার দল,
সব ধর্মের সেরা ধর্ম-
মার্ক্স দাদুটার মন্ত্র বল!
অনেক ক্যাঁচাল সইছি খুড়ো, আর পারি না কান পচে,
নতুন কিছু পারলে শোনাও, নতুন শাস্তো দাও রচে।
গানের কথা, ছবির কথা, নদীর কথা, হাওয়ার সুর,
উদাস বিকেল, ফুলের সুবাস, জৈষ্ট্য রোদের ভর দুপুর,
পাহাড়চূড়া, আষাঢ় উজান, পল্লী ডিঙির ধিঙ্গি পাল,
একতারাতে দোদুল্যমান এ সভ্যতার আদিম তাল-
সেসব লেখো, মানুষ জানুক, মানুষ হতে আর কি চাই!
এক মায়েরই মানুষ হয়ে- এক ডাঙাতেই পাচ্ছি ঠাঁই!
নতুন কিছু পারলে শোনাও, নতুন শাস্তো দাও রচে।
গানের কথা, ছবির কথা, নদীর কথা, হাওয়ার সুর,
উদাস বিকেল, ফুলের সুবাস, জৈষ্ট্য রোদের ভর দুপুর,
পাহাড়চূড়া, আষাঢ় উজান, পল্লী ডিঙির ধিঙ্গি পাল,
একতারাতে দোদুল্যমান এ সভ্যতার আদিম তাল-
সেসব লেখো, মানুষ জানুক, মানুষ হতে আর কি চাই!
এক মায়েরই মানুষ হয়ে- এক ডাঙাতেই পাচ্ছি ঠাঁই!
কবিতাটি ১৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০৪/০২/২০১৭, ১৫:০৮ মি:
প্রকাশের সময়:০৪/০২/২০১৭, ১৫:০৮ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন