মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮

অবদমন

কৃষ্ণচূড়ার ছায়ার নীচে নীল আঁচলের গন্ধ,
কোঁকড়া চুলের ক্লিপের কাছে আটকে ছিলাম ক্ষণেক 
অক্টোবরের উতল হাওয়া অনেক,
আশেপাশের অল্প চোখের উটকো ভাল মন্দ,
তাই অধর গেল থেমে,
একটু কাছেই নেমে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...