কৃষ্ণচূড়ার ছায়ার নীচে নীল আঁচলের গন্ধ,
কোঁকড়া চুলের ক্লিপের কাছে আটকে ছিলাম ক্ষণেক
অক্টোবরের উতল হাওয়া অনেক,
আশেপাশের অল্প চোখের উটকো ভাল মন্দ,
তাই অধর গেল থেমে,
একটু কাছেই নেমে।
কোঁকড়া চুলের ক্লিপের কাছে আটকে ছিলাম ক্ষণেক
অক্টোবরের উতল হাওয়া অনেক,
আশেপাশের অল্প চোখের উটকো ভাল মন্দ,
তাই অধর গেল থেমে,
একটু কাছেই নেমে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন