কিছু ইচ্ছে আমৃত্যু অনিচ্ছা হয়ে থাক,
তীব্র কিছু অনুভূতি ফোটাক প্রচ্ছন্ন ভাবালুতা,
কিছু দুর্নিবার প্রণয়াবেগকে লুকাই কবিতা বকে,
কিছু অঙ্কুরের বেড়ে ওঠা এমনি থমকে যাক,
তবে তোমার প্রতি এই অকৃতজ্ঞ প্রেম
সার্থকতা পাবে।
তীব্র কিছু অনুভূতি ফোটাক প্রচ্ছন্ন ভাবালুতা,
কিছু দুর্নিবার প্রণয়াবেগকে লুকাই কবিতা বকে,
কিছু অঙ্কুরের বেড়ে ওঠা এমনি থমকে যাক,
তবে তোমার প্রতি এই অকৃতজ্ঞ প্রেম
সার্থকতা পাবে।
ঈশ্বর পুরুষকে করেছে ভিখারীর মত,
তার চোখ ব্যভিচারী, তার অন্তরে জাগরুক শাশ্বত ক্ষুধা,
আমি আর কতটুকু ব্যতিক্রম হব?
কারো কারো হৃদয়প্লাবী বিরহের স্রোতে,
অর্ধ-জগৎ দূরত্বে ফেলে আসা কারো অমথিত যৌবনে
আমার লিপ্সা জাগে, এ বৃত্তি কি পৌরুষ? শুধুই পাশব?
তার চোখ ব্যভিচারী, তার অন্তরে জাগরুক শাশ্বত ক্ষুধা,
আমি আর কতটুকু ব্যতিক্রম হব?
কারো কারো হৃদয়প্লাবী বিরহের স্রোতে,
অর্ধ-জগৎ দূরত্বে ফেলে আসা কারো অমথিত যৌবনে
আমার লিপ্সা জাগে, এ বৃত্তি কি পৌরুষ? শুধুই পাশব?
আমি আর কতটুকু ব্যতিক্রম হব?
কিছু অলিখিত প্রগলভতা ভেতরে মরুক,
কিছু অসূর্যস্পশ্যা প্রেমিকা চলে যাক অমাবস্যায়,
কিছু চুম্বনের অমর তৃষা আঁধারে বাড়ুক,
কিছু অপ্রতিম নির্লজ্জতা বাঁচুক আশায়!
কিছু অসূর্যস্পশ্যা প্রেমিকা চলে যাক অমাবস্যায়,
কিছু চুম্বনের অমর তৃষা আঁধারে বাড়ুক,
কিছু অপ্রতিম নির্লজ্জতা বাঁচুক আশায়!
আমি পাখন্ডী হই!
প্রকৃতি আমাকে কি ক্ষোভে করেছে পুরুষ,
কি আগুনের হল্কা বুনে দিয়েছে অস্তিত্বের বোধ,
তোমার নারীত্বে সে উপলব্ধি নেই!
আমিও চাই না তুমি বুঝে ওঠো কিছু,
তবে তোমার প্রতি এই অকৃতজ্ঞ প্রেম
সার্থকতা পাবে।
কি আগুনের হল্কা বুনে দিয়েছে অস্তিত্বের বোধ,
তোমার নারীত্বে সে উপলব্ধি নেই!
আমিও চাই না তুমি বুঝে ওঠো কিছু,
তবে তোমার প্রতি এই অকৃতজ্ঞ প্রেম
সার্থকতা পাবে।
কবিতাটি ২০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:২৩/০৫/২০১৭, ১৮:০৪ মি:
প্রকাশের সময়:২৩/০৫/২০১৭, ১৮:০৪ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন