এভাবেই আরো শ্যামা জনপদ ছেড়ে যাবে কিছু চিহ্ন,
তুমিও মানুষ, মানুষেরই মত; চোখের তারায় ভিন্ন!

কারো কারো চোখে জিঘাংসা জ্বলে, 
কারো চোখে বয় ভীরুতার ভরা নদী!
কোনদিন তুমি চোখে চোখ রেখে
বুঝতে পারতে যদি-

এই তফাতেই তোমারও বিনাশ, তুমিও বিপদাপন্ন!
তুমিও মানুষ, মানুষেরই মত; অন্তরে আজও বন্য!

-*-

রাঙামাটির লঙগদুতে আজ আদিবাসী বিতাড়নের উৎসব!