তুমি সকালের একেলা বিভাস, বৈরাগী সুরে আনমন,
সূর্য্য উঠেছে বিলাসখানিতে, সিতারখানিতে দাঁড়িয়ে খণ
তাকিয়ে ছিলাম কালেংড়া চুলে, ঈষৎ কোঁকড়া কলাবতী,
দিন গড়িয়েছে মধ্য লয়েতে, সাঁঝের বিহাগে বিষ অতি-
ক্ষরে মধুবন্তীর অঞ্চল জুড়ে কানাড়া কিনারে দরবারী,
ভরা দরবারে বেখেয়াল আমি, তুমি যে অতীব দরকারি!

ছুটতানে আমি ছুটে গেছি একা, মেঘ ডেকে গেছে মল্লারে,
জয়জয়ন্তী আসেনি এখনো, দেশ গেছে আসি আসি করে।
শূণ্য বিদেশে বাঁধি মালকোঁষ, মাঝরাতে কার টলমল লোনা তটিনী
পঞ্চমে তার বেঁধে বসে আছি নিশ্চুপ, তুমি আসবে কি আর সোহিনী?