সময়টা দু'হাজার দু'শত সতের সাল,
যদি তখনো বঙ্গোপসাগর গিলে না খায় আমাদের মাটি
তবে এই জাতিত্বের পিতা ইখতিয়ারউদ্দিন বখতিয়ার হলে
রবীন্দ্রনাথ, আপনি কি অবাক হবেন?

নালন্দার রক্তে গড়াগড়ি শতেক, সহস্র ভিক্ষুর মড়া
কত পীঠস্থানের পিঠ, কোমর ভেঙে গেল নৃশংস হাওয়ায়,
কত সুমন্দা নদীর তট হয়ে গেল বিষাক্ত নাগের ঘাঁটি,
দংশিতের বেদনা যদি ফনা তোলে প্রেতাত্মা হয়ে কোনকালে
নদীয়ার নিমাই মিশ্র কি কীর্তনে মত্ত হবেন?

যদি তখনো বঙ্গোপসাগর গিলে না খায় আমাদের মাটি,
তখনো কি টিকে থাকবে পদাবলী ও লালন সমানতালে?
আজান ও শঙ্খনিনাদ নিঃশঙ্কায় ভাসতে পারে সান্ধ্য বাতাসে-
তখনো? তখনো কি বাঙলার সূর্য্য অতুল্য সকালে
আলোর পাখা মেলতে পারে ঘুমের আকাশে?

যদি সেসব কিছুই না হয়, তবে কালুদার প্রীতিলতা, কল্পনা,
টেগরা, পুলিন, অনন্ত, বিনোদ তোমরা কি যুদ্ধে যাবে
আবারও কিছু অকৃতজ্ঞকে খুলে দিতে জীবন দুয়ার?

যেয়ো না গো,
একই ভুল বারবার কে আবার করে!