আমার হাতে ছন্দ বিকল,
তবু গদ্য লিখে পদ্যকার।
দোকান জুড়ে কাঁসা পিতল,
-নাম জুড়েছি 'স্বর্ণকার'!
তবু গদ্য লিখে পদ্যকার।
দোকান জুড়ে কাঁসা পিতল,
-নাম জুড়েছি 'স্বর্ণকার'!
আদা বেচি, কিনব জাহাজ,
বেগুনে চাই হীরের দাম।
যার যা খুশী বলুক গে যাক
-বায়সে গায় স্বরগ্রাম!
বেগুনে চাই হীরের দাম।
যার যা খুশী বলুক গে যাক
-বায়সে গায় স্বরগ্রাম!
তালের জ্ঞানে বেতাল আমি
সব গানে চাই হাততালি!
উন্নাসিকে নাক উঁচালেই
সব গানে চাই হাততালি!
উন্নাসিকে নাক উঁচালেই
কবিতাটি ৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:২৫/১০/২০১৭, ১৭:২৫ মি:
প্রকাশের সময়:২৫/১০/২০১৭, ১৭:২৫ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন