শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮

আরেকটি অকবিতা

মাইরি!

আনন্দে নেচে ফেলি,
তবু কেউ ‘নৃত্যশিল্পী’ ডাকে না কেন জানি না!
আনন্দে কত কি যে লিখে ফেলি,
অনেকে দেখি 'কবি' বলে ডাকে!

অনেকে ছবিও আঁকে,
তবুও দু’একজন পায় চিত্রকরের মান।
আবেগে অনেকে গায়,
তবু শ্রোতব্য দু’চারজনের গান,
কি বিচিত্র বাবা!

লিখলেই কবি হওয়া যায়,
অথচ নাচলেই নাচুনে হওয়া যে কঠিন,
জানি নে বাপু, আমি হাবাগোবা-

ডরে ডরে দূরে দূরে থাকি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...