অপেক্ষা কর।।
আবার আমি যে কোন দিন কবিতা নিয়ে ফিরতে পারি।
ভেতরে যে আগুন জ্বলে আর নেভে, সে আবারও জাগুক।
অপেক্ষা কর, আমি নিজেকে সঞ্চারি-

যে শব্দেরা মৃত, তাদের শেকড় ফূঁড়ে আবারও আসুক নতুন কথা,
আবারও নির্নিমিখ শূণ্য সন্ধানে দিগ্বিদিগ ভেতরের দৃষ্টি ফুটুক,
আবারও আরেকবার আমি না হয় আমাকে চিনি।
অপেক্ষা কর, আমার বিহ্বলতা-

এই ভেসে যাবার স্রোত দেখি কোন সমুদ্রে নেয়,
কোন মহাদিগন্তের অবলুপ্ত প্রাজ্ঞ অস্তিত্বের কোন সে কিনারে
দেখি আমার ঠাঁই হয় কিনা, দেখি না একবার।
অপেক্ষা কর, কে আর ব্যথা দেয়-

এ বেদনা মধুরতম সম্মোহনের অন্ধ হয়ে অন্ধকারে ফেরে, এত আঁধার
এত নিরাশ্রয় অকূল অগৌরব বিস্মিত বিস্মৃত আমার আমিত্ব জুড়ে
দেখি না আর কতদিন মরাকান্না গায়।

অপেক্ষা কর, অপেক্ষা কর আমার দূরত্ব থেকে দূরে,
রক্তসঞ্চলনে, আমার অন্তস্থ, প্রাকৃত, গভীরতম বিদেহী সত্ত্বায়
অপেক্ষা কর, জন্মলব্ধ প্রেমে, অপেক্ষা কর সর্বগ্রাসী প্রেমের ক্ষুধায়,
দেখো না আমি শেষপর্যন্ত কি নিয়ে ফিরি।
অপেক্ষা কর।।