কি প্রচণ্ড ভালবাসি জানো?
মাঝেমাঝে আমার অবিশ্বাস হয়, 'এ মানুষ কি আমি!'
মানুষের হৃদয়ে কি এত প্রেম থাকে?
আমার শরীর ছিল পিরামিড হয়ে। আত্মাটা মমি-
হয়ে বাক্সবন্দী ছিল বহুযুগ থেকে।
সেকি হঠাৎ জাগতে পারে এতটা প্রাবল্য নিয়ে
শুধু দুটো চোখ দেখে?
মাঝেমাঝে আমার অবিশ্বাস হয়, 'এ মানুষ কি আমি!'
মানুষের হৃদয়ে কি এত প্রেম থাকে?
আমার শরীর ছিল পিরামিড হয়ে। আত্মাটা মমি-
হয়ে বাক্সবন্দী ছিল বহুযুগ থেকে।
সেকি হঠাৎ জাগতে পারে এতটা প্রাবল্য নিয়ে
শুধু দুটো চোখ দেখে?
বল, এও কি সম্ভব?
একদিন জীবন ছিল বব মার্লির মত। 'নো ওমেন নো ক্রাই।'
জীবনানন্দ হয়ে বাদাম চিবোনো যেত ডিসি হিলে বসে।
ভাবতাম, 'এভাবেও বেঁচে থাকা যায়।'
একদিন জীবন ছিল বব মার্লির মত। 'নো ওমেন নো ক্রাই।'
জীবনানন্দ হয়ে বাদাম চিবোনো যেত ডিসি হিলে বসে।
ভাবতাম, 'এভাবেও বেঁচে থাকা যায়।'
এখন কেমন যেন একা একা লাগে।
আকাশ বাতাস সব অস্থির অধীর হয়ে অস্তিত্বশীল।
ঘুমের গভীরে বুকে কি যে ব্যথা জাগে
প্রতিক্ষণ মনে হয় বিরহ মিছিল-
চলে শিরা ধমনীতে!
আকাশ বাতাস সব অস্থির অধীর হয়ে অস্তিত্বশীল।
ঘুমের গভীরে বুকে কি যে ব্যথা জাগে
প্রতিক্ষণ মনে হয় বিরহ মিছিল-
চলে শিরা ধমনীতে!
বুঝি না গো।
একি অসুস্থতার পূর্বাভাস!
মস্তিষ্কবিকৃতি কি না এই যুবক বয়সে!
চোখে মুখে টের পাই তোমার নিশ্বাস
অনেক উষ্ণ হয়ে ছুটে কেন আসে?
বল সে কি চায়?
একি অসুস্থতার পূর্বাভাস!
মস্তিষ্কবিকৃতি কি না এই যুবক বয়সে!
চোখে মুখে টের পাই তোমার নিশ্বাস
অনেক উষ্ণ হয়ে ছুটে কেন আসে?
বল সে কি চায়?
আমি কি তবে পাগলই হচ্ছি শেষে?
ভালবেসে ভালবেসে শুধু ভালবেসে আমি কি উন্মাদ?
এই অবিনীত জগতের এই ক্রুর দেশে
তোমাকে চেয়ে কি শুধু পাব অবসাদ?
ভালবেসে ভালবেসে শুধু ভালবেসে আমি কি উন্মাদ?
এই অবিনীত জগতের এই ক্রুর দেশে
তোমাকে চেয়ে কি শুধু পাব অবসাদ?
কতটা ভালবাসি জানো?
(অসমাপ্ত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন