জীবন আজ বিচ্ছিন্ন দ্বীপের মত বিপদসংকুল
আমি একা একা পাথর খোদাই করে কবিতা লিখি।
মানুষই তো ভুল করে। মানুষই তো আঁকড়ে ধরে বেশ কিছু ভুল।
জীবনের কন্টক যাত্রাপথে চোখে যার কালো কাপড় বাঁধা
সে যে কত অসহায় সে কি আমার অজানা প্রিয়া?
আমি তবু তাকে চাই। শুধুমাত্র তাকে চাই।
আবারও বুকের মাঝে আগের মতই।
নইলে কি এমন দম্ভ আমার নিঃস্বার্থ প্রেমের বল?
কি এমন ভালবাসার এমন আস্ফালন আমার কুঁড়ে কুঁড়ে খায়
অস্তিত্বের অভ্যন্তর?
আমি একা একা পাথর খোদাই করে কবিতা লিখি।
মানুষই তো ভুল করে। মানুষই তো আঁকড়ে ধরে বেশ কিছু ভুল।
জীবনের কন্টক যাত্রাপথে চোখে যার কালো কাপড় বাঁধা
সে যে কত অসহায় সে কি আমার অজানা প্রিয়া?
আমি তবু তাকে চাই। শুধুমাত্র তাকে চাই।
আবারও বুকের মাঝে আগের মতই।
নইলে কি এমন দম্ভ আমার নিঃস্বার্থ প্রেমের বল?
কি এমন ভালবাসার এমন আস্ফালন আমার কুঁড়ে কুঁড়ে খায়
অস্তিত্বের অভ্যন্তর?
আমি তাকে চাই।
তাকে চাই আগের মতই হৃদয়ের গ্রন্থিপথে।
সবকিছু ত্যাজ্য করে যা কিছু আজ মিলেছে আমার
আমি তার সবটুকু চাই। সবটুকু মিশে থাক আমার বুকের সাথে।
চোখের তারায় যদিও আঁধার ঘনায়, সেই মাহেন্দ্রক্ষণে তাকে চাই।
অচঞ্চল ভোর বেলা, গভীর নিশুতি রাতে
সে আমার পাশে শুধু থাক।
তাকে চাই আগের মতই হৃদয়ের গ্রন্থিপথে।
সবকিছু ত্যাজ্য করে যা কিছু আজ মিলেছে আমার
আমি তার সবটুকু চাই। সবটুকু মিশে থাক আমার বুকের সাথে।
চোখের তারায় যদিও আঁধার ঘনায়, সেই মাহেন্দ্রক্ষণে তাকে চাই।
অচঞ্চল ভোর বেলা, গভীর নিশুতি রাতে
সে আমার পাশে শুধু থাক।
এ প্রাণে যত বাঞ্ছিত সুখে আমি বঞ্চিত হলাম তার হিসেব নিকেশ ভুলে
আমি তবু তাকে চাই। আমার বিশ্বাসের স্তম্ভমূলে
যে ক'টা স্নিগ্ধ চুম্বন গেছে বলির উৎসবে জানি তার ইয়ত্তা নেই!
তবুও যে তাকে চাই অগতির গতির মত উদ্ভ্রান্ত অনুভবে,
পাঁজরার প্রকট ব্যথায়- আমি তাকে চাই।
আমি তবু তাকে চাই। আমার বিশ্বাসের স্তম্ভমূলে
যে ক'টা স্নিগ্ধ চুম্বন গেছে বলির উৎসবে জানি তার ইয়ত্তা নেই!
তবুও যে তাকে চাই অগতির গতির মত উদ্ভ্রান্ত অনুভবে,
পাঁজরার প্রকট ব্যথায়- আমি তাকে চাই।
আমি মরে যেতে চাই।
তার চোখে দুটো ক্ষণ স্থিরদৃষ্টি দিয়ে ঝেড়ে ফেলি শেষের নিশ্বাস,
ভালবাসা জিতে যাক, আমিও জিতে যাব বড় অবেলায়!
হারি জিতি আমি তাকে চাই।
দোর্দণ্ড প্রচণ্ড হয়ে তাকে চাই নিয়তিকে ল্যাং মেরে
নীতি রীতি অনীতি সমাজ সংস্কার সব মায়াচক্র লাথি মেরে
আমি আবারও জড়াতে চাই প্রবল মায়ায়।
তার চোখে দুটো ক্ষণ স্থিরদৃষ্টি দিয়ে ঝেড়ে ফেলি শেষের নিশ্বাস,
ভালবাসা জিতে যাক, আমিও জিতে যাব বড় অবেলায়!
হারি জিতি আমি তাকে চাই।
দোর্দণ্ড প্রচণ্ড হয়ে তাকে চাই নিয়তিকে ল্যাং মেরে
নীতি রীতি অনীতি সমাজ সংস্কার সব মায়াচক্র লাথি মেরে
আমি আবারও জড়াতে চাই প্রবল মায়ায়।
আমার এই ভালবাসা সন্ন্যাসব্রতের মত অমোঘ অলঙ্ঘনীয়!
আমি কি করে ছেড়ে দেব প্রেমের মন্ত্র সব স্বেচ্ছাচারী হয়ে,
জগতের দশের মত বিবাদী হয়ে? আমি মানুষ যদিও
তবুও প্রেমিক- এটুকু অহংবোধ সমুন্নত থাক।
আমি সকল মনস্তত্ববোধে তাকে চাই।
আমার এই উদগ্র বাসনায় গালাগাল দিও
হে সুহৃদবর্গ, আমি যে প্রেমোন্মাদ!
আমার সমস্ত প্রেম এভাবেই যাক!
আমি কি করে ছেড়ে দেব প্রেমের মন্ত্র সব স্বেচ্ছাচারী হয়ে,
জগতের দশের মত বিবাদী হয়ে? আমি মানুষ যদিও
তবুও প্রেমিক- এটুকু অহংবোধ সমুন্নত থাক।
আমি সকল মনস্তত্ববোধে তাকে চাই।
আমার এই উদগ্র বাসনায় গালাগাল দিও
হে সুহৃদবর্গ, আমি যে প্রেমোন্মাদ!
আমার সমস্ত প্রেম এভাবেই যাক!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন