মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮

কিছু গাইবে কি?


অবশ্য যদিও এখন বরষা নয়,
অবসন্ন- অনভিপ্রেত পৌষ দ্বিপ্রহর,
তবুও কথা ছিল মল্লার গাওয়ার।
কথা ছিল- কিন্তু মেঘও কেটে গেছে,
আমার আকাশ জ্বলে রৌদ্র প্রখর-
কথা ছিল- কিছু গাইবে কি?

এখনো নিষাদে বাঁধা বিষাদের তার,
যদিও অনেক আগে থেমে গেছে ঝড়!

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...