শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

মানুষের ফুসফুস

কতটাহৃদয়পুড়েগেলেটেরইপাইনা,
দু,দিনধরেআমাজন.....
আজআবারকেষ্টঠাকুরেরভজনশুনতেহবে,
বরাতেতালেরবড়াখানবিশেক,
হরিলুটেরকলাএকডজন....
ব্যাপকধম্মোহবে... 

রক্ষাকরোজীবনবল্লভপ্রাণধনগোবিন্দআমার
প্রাণপণকরেনরজনমহলনাউদ্ধার..
চুলতারকবেকারবিদিশার’... 
তত্ত্বমোক্ষনকরেবিবিধসাহিত্যপ্রবচন...
ঝেড়েকেশেটিঋতুএমনিকাটাই। 

তোমারনাটাই-
হাতেজনার্দ্দনরাধামাধবআমিঘুরি,
প্রপঞ্চহতেপ্রপঞ্চান্তরেতামাকপোড়াধূম্রলোচনে..
ডাকিএথেরোক্লেরোসিস
এথেনাগ্রীস
করবিমুক্তআর্টেরি....
নরাধমওবাঁচতেচায়। 

পৃথিবীরফুসফুসজ্বলেযায়...
মানুষেরফুসফুসেরখবরওরাখেনাকেউ

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

আঁধার বিনুনি

এখনো আমার মনের কিনারে দাঁড়ায় অনেক গান,
এখনো ইমন মুর্ছনা আনেঝাঁপতালে বাঁধে তান। 
আকাশে এখনো আলো ছায়া খেলা
মেঘে মল্লার দেয় হানা,
নীড়হারা পাখি দিকহারা বায়ে
কাঁপায় ঝড়ের ডানা।
তীরে জেগে ওঠা কাশফুল দেখে থমকে দাঁড়ায়নদী,
এমনি করে কি আমাকেও তুমি দেখে থাকো নিরবধি?

নিয়তির সাথে নিঠুর দ্বন্দ্বে কত গল্প হলনা লেখা,
পূর্ণিমা রাতে শাওনী আকাশকিছুই গেল না দেখা।
গভীরে আমার চোরা স্রোত বয়
আমি একাই গেছি গো তলিয়ে।
কবেকার তুমি আজো রয়ে গেছ
আঁধার বিনুনি দুলিয়ে

এখনো ক্লান্ত ঘুমের অতলে হাতড়াই কারো হাত,
এখনো স্বপনে কার যে নয়নে আমার নয়নপাত...
তার কোন ব্যাখ্যা-ই আমি জানি না
লোকেরা আমাকে কবি বলে ডাকে,
তুমি জানো আমি মানি না। 

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...