এখনো আমার মনের কিনারে দাঁড়ায় অনেক গান,
এখনো ইমন মুর্ছনা আনে, ঝাঁপতালে বাঁধে তান।
আকাশে এখনো আলো ছায়া খেলা,
মেঘে মল্লার দেয় হানা,
নীড়হারা পাখি দিকহারা বায়ে
কাঁপায় ঝড়ের ডানা।
তীরে জেগে ওঠা কাশফুল দেখে থমকে দাঁড়ায়নদী,
এমনি করে কি আমাকেও তুমি দেখে থাকো নিরবধি?
নিয়তির সাথে নিঠুর দ্বন্দ্বে কত গল্প হলনা লেখা,
পূর্ণিমা রাতে শাওনী আকাশ, কিছুই গেল না দেখা।
গভীরে আমার চোরা স্রোত বয়,
আমি একাই গেছি গো তলিয়ে।
কবেকার তুমি আজো রয়ে গেছ
আঁধার বিনুনি দুলিয়ে!
এখনো ক্লান্ত ঘুমের অতলে হাতড়াই কারো হাত,
এখনো স্বপনে কার যে নয়নে আমার নয়নপাত...
তার কোন ব্যাখ্যা-ই আমি জানি না,
লোকেরা আমাকে কবি বলে ডাকে,
তুমি জানো আমি মানি না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন