শুক্রবার, ২৪ মে, ২০১৯

ভন্ডবাদ

প্রতিহিংসায় জ্বলে পুড়ে মরে যাও,
মিথ্যে কথায় মনের দহনে 
দিতে চাও তুমি ক্ষান্তি
অগভীর বোধএকপেশে যত ভাবনা
পাশাপাশি আর রাখতে পারো না কিছুই
কোনকালে নেই শান্তি

ভেবেছ তোমরা যাই ভাবো সব ঠিক
বংশসূত্রে জ্ঞানাধার ষোলআনা।
আমরা সবাই আনপড়চাষাভুষো,
সভ্যতাহীনভব্যতাহীনগোঁয়ারমূর্খঅতি,
আসল তত্ব কখনো হয়নি জানা

তাঁবেদারি আর দিনকানা
যতেক কোমলমতি,
আমাদের মত অসুর তোমরা নও,
আমরা যেখানে পাথুরে পাহাড় কাটি,
তোমরা সেখানে উপদেশ বাণী কও,
'কর্মে রাখো হে মতি'।

ভেবেছ আমরা চিরদিন রব হাঁদা,
চিরদিন রব সাম্য-প্রেমের সঙ্গীত গেয়ে মুগ্ধ
পায়ের তলায় তরতর মাটি সরে
আঁধারে দুচোখ বাঁধা,
চোখের ভেতরে রুদ্ধ-

বহু অদেখার আশার ঝলক
বহু বঞ্চিত অভিলাষ।
তোমরা কখনো দেখোনি ওসব ভেবে,
তোমাদের কাছে আমরা হয়েছি
ভোটের তুরুপ-তাস

যত ভন্ডরা এক হবে
যত সাম্যবাদীরা টাকা গুঁজে নিয়ে ট্যাঁকে
কলম উঁচিয়ে কাঠিবাজী করে খাবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...