শনিবার, ১৮ মে, ২০১৯

প্রেতিনীর বন্দী

অন্ধকার নেমে এল তরতর করে,
বিগতচন্দ্র নভ, নিশ্ছিদ্র অন্ধ অমাবস,
নিষ্প্রভ নক্ষত্রের নিরালম্ব নীড়ে
নিয়তির ক্রুরহাসি নিঠুর নিকষ
জ্যোৎস্নার মত ক্ষরে।

স্বপ্নভঙ্গঘোর তটিনীর তীরে,
কদম্বছায়, দাঁড়িয়ে ঠাঁই, প্রেতিনীর ছায়া,
আমার কুটীরে, অকস্মাৎ দিল ধরা,
স্রোত-মুখ খুলে দুর্বার প্রমথের মায়া
প্লাবিত করে অন্তরের অলিন্দ-নিলয়,
বিবাগী চৈতন্য জাগে, হাতে হাতকড়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...