বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯

জনান্তিকে

চারপাশেহাজারটাআঁধারি-মাতম,
কলহেরউদাত্তসুর
প্রেমহীনঅসত্যেরউড়োবাণী,
বে-আব্রুমিথ্যেরকিলজ্জাকিশরম...
দিকেদিকেউলঙ্গেরমানহানি-
নিয়েউঠেছেকাতরআর্তরব
তাতেভরেছেআকাশ। 
এতসবদানবীয়সৌন্দর্য্যেরমধ্যে 
আমিআছিপ্রিয়তমা,
তোমারহাসিরতুলনাখোঁজারপাচ্ছিনা-
সামান্যঅবকাশ

কবিতাহয়েগেছেভাঁড়ামিরশিল্পকৌশল,
অথবানিজেকেসরিয়েরাখাপ্রপঞ্চেরঅন্তরালে,
প্রলাপ-প্রলম্বিতপ্রতিভাঅনর্গল-
যাতেবিকশিতসেইসম্মোহনীকলাতারইঅন্তর্জালে-
বদ্ধথেকেপ্রেমাতুরহতেলাগেনাভাল। 

অথচপারিনাপাললিকশিলাহতে
বরষাসিক্তমেঠোমৃত্তিকারমতঅন্তরেনেতিয়েরই,
প্রতিটিকঠিনপদভারেরনীরব-সংঘাতে
যদিওবিদীর্ণনই,
তবেব্যাথাতোলাগে। 

আমারসকলঅসংলগ্নকথারভেতরেতুমিনেই,
তুমিআলজিভেআটকেআছবলেইহয়ত
কোনকথারইআরসংলগ্নতাহয়নাসংযোজন। 
যদিওআমিমহানন্দগরলকুম্ভপরিপূর্ণ,
তবুওভাবিআজদতোমাকেপ্রয়োজন-
জনান্তিকে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...