শুক্রবার, ৩ মে, ২০১৯

কুকুর ও পুকুর

হয়ত প্রতিটি নারী চায় তার প্রার্থিত পুরুষটি হোক
পরাক্রমী সিংহের মত......
কিন্তু গৃহে সে হোক আজ্ঞাকারী বাধ্য কুকুর...

এমন বিসংবাদী নর-নারী প্রেম...
পুরুষও সমুদ্র খোঁজে সাঁতরে পুকুর!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...