কতকটা সময় পার হয়ে যায় শুধু গদর্ভকে অশ্ব বানানোর বৃথা চেষ্টায়।
নীতিবাক্য পড়েছিলাম -গাধা পিটিয়ে ঘোড়া বানানো সম্ভব নয়।
তাই ভাবলাম, হয়ত ভালবাসলে অসম্ভবও সম্ভব হবে! যদি সে আদৌ হয়-
সে আশায় দিবারাত্র আলিঙ্গনাবদ্ধ হয়ে রইলেও দেখি-
গদর্ভের কখনো অশ্বত্বলাভ হতেই পারে না!
যে বটুক তৃণে তৃপ্ত তাকে দ্রাক্ষার মাহাত্ম্য বোঝাতে গেছি কতদিন,
এভাবে ক্রমে আমি ভাঁড়ার ঘর খালি করে খোঁয়ার বানালাম,
ভেবেছি সে বিবর্তনের পথে অাস্তাবল হবে কোনকালে-
এই ভেবে, এখন আমার সবকিছু মহাশূণ্যে লীন!
কিছু আহম্মকের সাথে তর্কযুদ্ধে জিতে নিজেকে হয়ত এরিস্টটল ভাবা দোষনীয় নয়! তাই কি?
কিছু স্তোকবাক্য আমাদের করে বেলুনের মত আকাশে উড্ডীন,
কিন্তু আমরা কি বুঝি আমাদের ভেতরটা ফাঁপা?
নীতিবাক্য পড়েছিলাম -গাধা পিটিয়ে ঘোড়া বানানো সম্ভব নয়।
তাই ভাবলাম, হয়ত ভালবাসলে অসম্ভবও সম্ভব হবে! যদি সে আদৌ হয়-
সে আশায় দিবারাত্র আলিঙ্গনাবদ্ধ হয়ে রইলেও দেখি-
গদর্ভের কখনো অশ্বত্বলাভ হতেই পারে না!
যে বটুক তৃণে তৃপ্ত তাকে দ্রাক্ষার মাহাত্ম্য বোঝাতে গেছি কতদিন,
এভাবে ক্রমে আমি ভাঁড়ার ঘর খালি করে খোঁয়ার বানালাম,
ভেবেছি সে বিবর্তনের পথে অাস্তাবল হবে কোনকালে-
এই ভেবে, এখন আমার সবকিছু মহাশূণ্যে লীন!
কিছু আহম্মকের সাথে তর্কযুদ্ধে জিতে নিজেকে হয়ত এরিস্টটল ভাবা দোষনীয় নয়! তাই কি?
কিছু স্তোকবাক্য আমাদের করে বেলুনের মত আকাশে উড্ডীন,
কিন্তু আমরা কি বুঝি আমাদের ভেতরটা ফাঁপা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন