এখনো তোমার ঘুমের দুয়ারে দাঁড়ায়নি দিনমণি,
বাহির আকাশে ঝড় থেমে গেছে, মনের আকাশে ‘ফণী’।
এখনো রাত্রি মেঘের পরশে মল্লারে বাঁধে সুর,
বুকভরা ব্যথা তানকারী গায় বিধুর সমুদ্দুর।
এখনো তোমার স্বপনের ঘোরে দুর্যোগ দেয় হানা,
আশার কোকিল গায় না তো গান, ঝড়ে ঝাপটায় ডানা।
বাহির আকাশে ঝড় থেমে গেছে, মনের আকাশে ‘ফণী’।
এখনো রাত্রি মেঘের পরশে মল্লারে বাঁধে সুর,
বুকভরা ব্যথা তানকারী গায় বিধুর সমুদ্দুর।
এখনো তোমার স্বপনের ঘোরে দুর্যোগ দেয় হানা,
আশার কোকিল গায় না তো গান, ঝড়ে ঝাপটায় ডানা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন