সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

কত আর দ্বার দিয়ে রই

 

কত আর দ্বার দিয়ে রই, 

চোরের কর্ম চুরি করা, 

যদি দিয়ে দিস মা অভয়পদ

নিত্যধনে রতেম ভরা! 


ওমা, 

এ অন্তর পুড়িয়ে ভবে, 

সুবাস কিছু উঠল তবে, 

ফাঁদ পেতেছে, সিঁধ কেটেছে, 

রাত্রে ভাঙে খিড়কি কড়া! 


মাগো, 

যা যা ছিল আমার বলে, 

একে একে চরণতলে

নে মা টেনে, তনয় জেনে

বিশাখ ভনে- দুঃখহরা! 


১৬-১০-২০২৩ 




আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...